DEHLIJ

শুভাশীষ ভাদুড়ী

 ধর্মবাপ 






সে সুরে তো যাদু আছে,থেমে যাবে উগ্র মরুঝড়,

হাড়ভাঙা অন্নচিন্তা, মনভাঙা হিংসার প্রহর। 

সেই সুরে শান্ত হবে, এমনই  তো জেনেছে সবাই ---

এমনই  তো কথা ছিল,কুঞ্জবনে কৃষ্ণ সহ রাই

তাই তো ত্রিকাল  জুড়ে, ঘুরে ঘুরে গাইলেন গান



অথচ সে বাঁশি শুনে উঠে এল 'ধর্ম  - হিন্দুস্তান '

হাতে তার বাঁকা  ছুরি,ঘটিভরা দাহ্য গঙ্গাজল,

ওঁ শান্তিঃ,ওঁ স্বস্তিঃ -- নড়ে  ওঠে 

ঝামরে ওঠে লোহার শেকল




No comments