DEHLIJ

শিবু মণ্ডল

দংশন






ধ্যানমগ্ন পাহাড়ের পাশে ধ্যানহীন

প্রজ্ঞাবনত পাহারাদার

উত্তাল নদীর পাশে স্রোতহীন

স্বেচ্ছা নির্বাসিত গোধূলিঘর 

দেখো তোমার পিতার পোশাক পড়ে দাঁড়িয়ে আছে

দেখো তোমার মাতার মূর্তি নিয়ে বসে আছে

 

কখন এলার্ম বাজে

অগ্নি নির্বাপণের তরে

 

পাখিরা এখনো গাছেই ফিরে আসে সন্ধ্যের আগে

তাদের কোনো যোগ নেই

কোনো অগ্নি সংযোগ নেই

দিনশেষে তারা একইভাবে

ভিন্ন ভিন্ন গাছের ঘরে ফিরে আসে


কে যেন চশমার কান্না মোছে সকলের আড়ালে

পার ভাঙে  পার ভাঙে

কখনো এপার

কখনো ওপার


ঢেউ হয়ে ধাক্কা দিয়ে যায় জল

জল, জল রংহীন জল

জল, জল আকার ধর্মহীন জল

ফিরিয়ে নাও তোমার গয়নাগাঁটি

ফিরিয়ে নাও তোমার উপমা


কুণ্ডলিনী ছেড়ে বেরিয়ে পড়েছে সাপ

দংশনের তরে  





স্ফুলিঙ্গ


দেখি কেউ আসে কিনা, শুধু শুধু মিছিমিছি

দেখি কেউ আসে কিনা

টম্যাটো আসে তীব্র রং নিয়ে

ক্ষেত আসে নুয়ে পড়া ধান নিয়ে

আমরা একটা খিদে নিয়ে ছুটছি

ছুটছি নদীর দিকে, পাহাড়ের দিকে, চাঁদের দিকে

নদীও এগিয়ে আসে

পাহাড়ও এগিয়ে আসে

চাঁদও এগিয়ে আসে

যার যার খিদে নিয়ে



জীবনযোগে দাঁড়িয়ে আছি

খিদের উত্তেজনায় সেতুটি দুলছে

নদীর ঘোলা জলে জোছনা খেলছে

আমাদের গৃহপালিত খিদেগুলি

একসময় ঘোলাজলে পা ডুবাবে

 


আমাদের কোনো ভয়-ডর নেই

আমাদের কোনো লজ্জা-কুণ্ঠা নেই 

আমরা যে আগুন ভালোবাসি

আমরা যে স্ফুলিঙ্গ খুঁজি

একটা আগুনসিরিজ লেখার অপেক্ষা করি... 


No comments