DEHLIJ

তামিমৌ ত্রমি

 নখর 





ছোটবেলায় আমার নখ খুব পাতলা ছিল।

ডাক্তার বলেছিলেন নিয়মিত লেবু খেতে।

মা বলেছিলেন রোজ নখে লেবুর রস লাগাতে।

ক্রমে ক্রমে নখ প্রখর ও শানিত হয়েছিল।

এখন, আবার কিছুদিন ধরে লক্ষ্য করছি,

নখ ভেঙে ভেঙে যাচ্ছে।


বুঝতে পারছি,

যত দ্রুত সম্ভব লেবু খেতে শুরু করা উচিৎ। 

পারলে কাল থেকেই লেবুর রস বা ভিনিগারে 

কিছুক্ষণ দশাবতার ভিজিয়ে রাখা উচিৎ।


কিন্তু আমি কিছুই করছি না।


সময়মতো ছেঁটে ফেলতে না জানলে 

নখ শানিত ও প্রখর করে কাজ নেই।


এত এসিডিক নখ নিয়ে আর যা-ই হোক,

ধর্ম হয় না।


No comments