DEHLIJ

শৌভিক দত্ত

ভেড়াজন্ম


                                        

ভেড়াগুলো চাঁদের দিকে যাচ্ছে।

মাটি ফুঁকে শূন্য পরবর্তী একটা ট্রাক।

বিধান সভায় ধরা পড়েছেন ঈশ্বর।আশা ছিল,

গাছ পরবর্তী অধ্যায়ে কখনও ভাতের কথাও 

উঠে আসবে। অধ্যাদেশ চিনতে চিনতে আমাদের

জলকামান তলিয়ে গিয়েছে।রূপকথার প্রকাণ্ড হাঁ 

গিলে নিয়েছে পাখিদের।আমরা সিংহবাহিনী হয়ে বসে আছি।

পায়ের যতদূর যাবার কথা ছিল,পথ ততোটা ছিল না। নাছোড়

ভেড়াগুলো চাঁদ গুণতে পারে না, মাংসের গন্ধে আনচান 

হচ্ছে সুখ, ত্রিমাত্রিক ভেড়ার দিকে ঈশ্বর রুটি ছুঁড়ে দিচ্ছেন,

বলছেন, বর্ষা অধিবেশন শুরু হতে আর দেরী নেই,সুস্থ হয়ে

উঠবে হাসপাতাল ও নিরন্ন ট্র্যাফিক।


                         

অসুখ


চাঁদ ফিরিয়ে দিল ঈদ

সূর্য ফিরিয়ে দিল প্রণাম

কবরের দায়িত্বে যারা নেই

শ্মশানের দায়িত্বে যারা নেই

খিদের বিপরীতে

পতাকা তুলে রাখছে তারাই

আর সংখ্যার কারখানায়

মানুষ তৈরি বন্ধ আছে অনেকদিন


No comments