DEHLIJ

অলোক বিশ্বাস

গসপেল 




ঈশ্বরের চারপাশে অস্ত্র হাতে ওরা কারা

কোথা থেকে আসে। অসহায় বোধ করেন

ঈশ্বর, ঘাম হয় তাঁর বন্ধ বসবাসে।

অস্ত্রের পর অস্ত্র দেখে মাথা টান কোরে

ঈশ্বর ব'লে যান তীব্রতায়

ভোরে ও শৈশবে ফেরো হে মানুষ,

ফেরো সদা সহজ পাখির উচ্চতায়...


শ্লেষ 


নিমীলিত চোখে কেবলই দেখে

যাচ্ছ হে ঈশ্বর, লাশ হবার কথা নয় যাদের

কাতারে কাতারে তারাও লাশ হয়ে যায়।

তোমার হাত নড়ছে না, তোমার ক্রোধ

চড়ছে না হায়...


ঈশ্বর 

 

তোমার সম্মুখে নিকৃষ্ট সব খেলা

তুমি কিছু দেখতে পারছো না।

এপাশে ওপাশে চারপাশে শব্দের

ঝালাপালা। তুমি কিছু শুনতে পারছো না।

উর্ধ্বে ও নিম্নে কারা ছুঁড়িতেছে

কামানের গোলা। তুমি কোনো

প্রতিবাদ কোরতে পারছো না...


শত্রুতা 

 

কলহমুখর ধর্মীয় বেলাল্লাদের ভ্যারাইটি।

সেখানে জন্ম হয় কবির, কোনো অবিনশ্বর

বাস্তবতায়। ধর্মীয় ব্রথেলের দুর্গন্ধের

এরিনায়, ঝরে পড়া দু'চারটি পরাবাস্তব

হাতে তুলে, অর্পণ করো সূর্যের দরজায়।

ধর্মীয় পোকারা তোমায় দেশদ্রোহী সাজায়।


হতচ্ছাড়া 

 

হত্যা কোরেছে যারা

        ধর্মের কেউ নয় তারা

ধর্ম ডেকেছে তাদের কেবলই হতচ্ছাড়া...


অসুন্দর  


যাবতীয় অপরাধ ঈশ্বরের---

এই ব'লে ঈশ্বরের তাবৎ শুভ্রতা ভস্মীভূত

কোরে দিলে। যারা অগ্নিকাণ্ডের নিয়োজনে

ছিলে, তাদের সকল ধর্মীয় কারগিলে

ঈশ্বর জায়মান দহনহীনতায়...

No comments