DEHLIJ

মোনালি রায়

ধম্মোপতাকা


    [ছবি ঃ মেঘদূত মিত্র'র আঁকা কয়েকটি স্কেচ'এর কোলাজ।]


তুমি, 

গুনে গুনে ১০৮ জন

মাঝের তুমিকে ঘিরে গায়ে গায়ে গেঁথে গেঁথে ১০৭ অন্ধ  তুমির আড়াল

খিদে পেলে ঈশান নৈঋত তুমিগুচ্ছ হাত বাড়িয়ে যেকোনো  জ্যান্তফল গিলে নেয়

১০৭ বেড়ার ফাঁকে মন্ত্র গলে না। আজান কেঁপে কেঁপে যায়। 


তুমি তুমি এবং তুমি'র মুঠো ঘুরে প্রার্থনা যখনই তোমাতে পৌঁছয়, হুঙ্কার বলে প্রতিবার ভুল করো

মাশুল,  উলুখাগড়ার পোড়া মাংস বোমা পেট্রল শানিয়ে ওঠা ছাই

সে মাশুলে কারো কিছু এসে যায় না। তোমাদের তো  না'ই

বন্ধ তোমার অন্ধ তুমিদের তোমায় মুবারক

No comments