DEHLIJ

ঔরশীষ ঘোষ

 মে মাসের সনেট






অথচ ধ্বংসের শেষে শোনা যায় জন্মের সঙ্গীত

প্রতিবার হেরে যাবো এই ভয় জিতিয়ে দিয়েছে

সম্বল ছিল না কিছু, শুধু এই স্বপ্নের ব্যতীত

অন্ধকার গর্ভে তার আলোকিত ফুলেরা ফুটেছে

চরম আঘাত নিয়ে উঠে বসি রিঙের ভিতর

মুখ থেকে রক্ত মুছে খেলে ফেলি আরেক অধ্যায়

সহস্র মৃত্যুর দৃশ্যে দেবশিশু ছড়ায় আতর

মানুষের সঙ্গে আজ সেও ব্যস্ত কবর খোঁড়ায়


এখনো গল্পের শেষে নিঃশ্বাসের শব্দ শোনা যায়

শিকারী ছায়ার দল নতমুখে ফিরে গেছে ঘরে

অন্ধকার ছিন্ন করে অপার্থিব আলোর রেখায়

মনের ভিতরে তার জন্মবীজ বৃষ্টি হয়ে ঝরে


সমস্ত ধ্বংসের শেষে জন্ম নেয় পৃথিবী আবার

সূ্র্যালোক ছুঁয়ে যায় অগণিত লাশের পাহাড়




আমরা সবাই যে যার নিজের সুখের খোঁজে

উড়িয়ে দিচ্ছি ধূসর ধোঁয়ায় মনস্তাপ

রাজ্য যখন দুর্নীতি আর ভয় বিপদে

আমরা তখন যে যার মতন কর্পোরেট


মসজিদে আর মন্দিরে রোজ ঠ্যাকাই মাথা

টাকার নেশায় চাটছি প্রসাদ বসের জুতো

ধর্ম যখন বাতলে দিচ্ছে বাঁচার ছল

আমরা সবাই আর কিছু নই মীরজাফর


আমরা এখন নিজের ভিটায় খাচ্ছি মার

আচ্ছে দিনের গুঁতোয় যখন শিউরে উঠে

এক গালে চড়, বাড়িয়ে দিচ্ছি অন্য গাল

নিজের মাথায় ঠুকছি পাথর দুঃখ ক্ষোভে


ঘুমের ভিতর মুখের ওপর উড়ছে মাছি

আমরা এখন যে যার মতন ভালোই আছি




No comments